বর্তমানে সারা দেশ করোনার দ্বিতীয় ঢেউয়ের দ্বারা প্রভাবিত । আগের চেয়ে এবারের ভূতাণু অধিক সংক্রামক । এই পরিস্থিতিতে শিশুদের কিভাবে সুরক্ষিত রাখবেন সে বিষয়ে বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার নির্মল কুমার মহাকুড় কি বলেছেন জানব ।   

covid19

করোনার প্রথম ঢেউএ বয়স্ক ব্যক্তিরা অধিক মাত্রায় আক্রান্ত হচ্ছিলেন । কিন্তু বর্তমানে এটি শিশু ও যুববর্গকেও প্রভাবিত করছে । যেহেতু শিশুরা ঘরের ভেতরে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে থাকে, সেহেতু পরিবারের লোকেদের দ্বারা এদের সংক্রমিত হওয়ার আশঙ্কাও বেশি । সুতরাং করোনা থেকে শিশুদের সুরক্ষিত রাখাটা খুব জরুরী ।  

করোনা আক্রান্ত শিশুদের লক্ষণ ।  

করোনার দ্বিতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার ঘটনা বেশি দেখা যাচ্ছে । অন্যদিকে এক্ষেত্রে করোনা সংক্রমণের ভয়াবহতাও কম পরিলক্ষিত হচ্ছে ।  

একজন বয়স্ক ব্যক্তি করোনায় আক্রান্ত হলে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধে, জ্বর হওয়ার মতো লক্ষণ দেখা যায় । এর সঙ্গে যদি সেই ব্যক্তির মধুমেহ, উচ্চ রক্তচাপ, হৃদরোগের মতো অন্য কোন সমস্যা থাকে তাহলে তাঁর অবস্থা গুরুতর হওয়ার আশঙ্কা থেকে যায় ।  

শিশুদের করোনা হলে ঠান্ডা, কাশি, জ্বর ইত্যাদি লক্ষণ দেখা যাচ্ছে । আবার ৮০ থেকে ৯০ শতাংশ শিশুদের ক্ষেত্রে কোন লক্ষণও সেভাবে দেখা যাচ্ছে না । ফলে বলা যায় শিশুরা খুব বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছে না বা তাদের ক্ষেত্রে রোগের ভয়াবহতাও দেখা যাচ্ছে না ।  

wearing mask

করোনা আক্রান্ত হলে শিশুদের ক্ষত্রে জটিলতা ।  

যে সব শিশু নেফ্রোটিক সিনড্রোম, হাঁপানী, আলার্জি ইত্যাদি রোগের জন্য দীর্ঘদিন ধরে ঔষধ খাচ্ছে, তারা করোনায় আক্রান্ত হলে রোগের ভয়াবহতা বেশি দেখা যাচ্ছে । এছাড়া কোন শিশু যদি মাল্টিসিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম দ্বারা আক্রান্ত তাহলে সেইসব শিশুদের আই.সি.ইউ তে ভর্তি করতে হচ্ছে ।  

যে সব শিশুদের সাধারণ ঠান্ডা, কাশি, জ্বর ইত্যাদি লক্ষণ দেখা যাচ্ছে, তাদের ঘরে রেখে চিকিত্সা করা দরকার । যদি ৪ – ৫ দিন ধরে শিশুটির জ্বর না ছাড়ে, বমি হয়, দুর্বল লাগে বা খাওয়ার ইচ্ছে চলে যায়, তাহলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে হাসপাতালে ভর্তি করার আবশ্যকতা রয়েছে ।  

baby_covid

করোনা আক্রান্ত মায়ের থেকে জন্ম নেওয়া শিশু কি বিপদমুক্ত ? 

গর্ভবতী মহিলারাও করোনা আক্রান্ত হতে পারেন । সেক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ার কোন কারণ নেই । তাদের জন্যেও রয়েছে স্বতন্ত্র চিকিত্সা ব্যবস্থা ।  

সাধারণভাবে করোনা সংক্রমিত মায়ের থেকে নবজাত শিশুর সংক্রমণের সম্ভাবনা অনেক কম । তবুও যদি নবজাত শিশু করোনা আক্রান্ত হয়ে

থাকে, চিকিত্সার দ্বারা শিশুটি সম্পূর্ণ রোগমুক্ত হয়ে যায় ।  

hand sanitizer

একজন করোনা আক্রান্ত মা তার শিশুকে স্তন্যপান করাতে পারবেন কি ? 

একজন করোনা আক্রান্ত মা’ হাতদুটি স্যানিটাইজ করে, মুখে মাস্ক পরে যদি তাঁর শিশুকে স্তন্য পান করান তাহলে মায়ের থেকে শিশুটির আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না । আর যদিও বা মায়ের থেকে শিশুটি আক্রান্ত হয়, তবে ভয়াবহতা দেখা দেওয়ার আশঙ্কা কম ।  

শিশুকে কিভাবে সুরক্ষিত রাখবেন ? 

করোনার সময় শিশুদের সুরক্ষিত রাখার দায়িত্ব বাবা মায়ের । শিশুদের নিয়ে এইসময় বাড়ির বাইরে বেশি না বেরোনো ভালো । পারিবারিক উত্সবেও শিশুদের নিয়ে যাওয়া উচিত নয় ।